প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
গ্রামগঞ্জ হাটবাজার সর্বত্র এখন ভোটের জোয়ার
    
টাঙ্গাইলের গ্রামগঞ্জ হাটবাজার সর্বত্রই চলছে ভোটের জোয়ার। চায়ের স্টল, অফিস পাড়া, সব জায়গাতেই এখন ভোটের আমেজ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দাইন্যা  ইউনিয়নের চিলাবাড়ী হাটে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১ লা অক্টোবর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভিপি মনিরের নেতৃত্বে জন সচেতনতায় দাইন্যা ও বাসাখানপুরে এ লিফলেট বিতরণ করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেন, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মো: লাবলু, দাইন্যা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হবি,
সাধারণ সম্পাদক নবাব আলী', শ্রমিকদল নেতা আব্দুল ও কাশেমসহ শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com